তারাকান্দা উপজেলা খাদ্যে উদ্বৃত্ত। আউশ ধানের আবাদশূন্য এই এলাকায় খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে প্রথমবারের মতো তারাকান্দা উপজেলায় ৫ (পাচ) হেক্টর জমিতে উফশী জাতের আউশ ধানের আবাদ হয়। খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে ১৩০ হে. জমিতে আউশ ধানের আবাদ হয়। এরই ধারাবাহিকতায় খরিপ-১/২০১৯-২০ মৌসুমে ৫০০ হে. জমিতে আউশ ধানের আবাদ হয়। । ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলার কামারিয়া ইউনিয়নে কৃষিতে যান্ত্রিকীকরণের লক্ষ্যে যন্ত্রসেবা কেন্দ্র স্থাপন করা হয়। । ভর্তুকি মূল্যে ২০১৭-১৮ অর্থ বছরে ৬ টি রিপার বিতরণ করা হয়েছে। এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরে প্রথমবারের মত একটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। দুই ও তিন ফসলী জমিকে চার ফসলী জমিেত রুপান্তর এবং ফসল উৎপাদনে যান্ত্রিকীকরনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। ২০১৭ ও ২০১৮ সালে অনুষ্ঠিত ৩ (তিন) টি উন্নয়ন মেলায় কৃষিতে অবদান রাখার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাকান্দা প্রথম স্থান অর্জন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস