তরূণ কৃষক সাইনউদ্দিন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে তার বাড়ি।গত বছর সাইনউদ্দিন ১২ শতক জমিতে প্রায় ১ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে শুরু করেন পানের চাষ গ্রামে তিনিই প্রথম পান চাষ শুরু করেন। গ্রামের মানুষ তাই কটূ কথা শোনাতেও ছাড়েনি। এই সাইনউদ্দিনই আজ সফল পানচাষি।ইতিমধ্যে তার খরচের টাকা উঠে এসেছে এবছর তিনি আরও ২০শতক জমিতে পানের আবাদ শুরু করবেন।ধীরে ধীরে আশেপাশের কৃষকরাও পান চাষে উদ্বুদ্ধ হয়ে উঠছেন। সাইনউদ্দিনের পানের জাতের নাম ভেড়া। গত বছর তিনি প্রতি বিরা পান ৩০০ টাকায় বিক্রি করেছেন। প্রতি বিরায় থাকে ৮০টি পান। এভাবে প্রতিটি পান প্রায় ২.৫ থেকে ৩ টাকায় বিক্রি হয়। তিনি আশা করছেন সামনের বছর আরও বেশি দামে পান বিক্রি করে অধিক লাভবান হতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস